ডিসি পার্কের সামনে দিয়ে যখন পণ্য পরিবহন শ্রমিকরা,প্রাইম মুভার চালকরা যাচ্ছিলো তখন তাদের সংকেত দেয়া হয়। ডিসি পার্কের নিরাপত্তায় যারা নিয়জিতদের সাথে বাক বিতন্ডা হয়। একপর্যায় ডিসি পার্কের নিরাপত্তা কর্মীরা প্রাইম মুভারের চালকদের মারধর করে।এতে তিনজন চালক আহত হয়।
প্রাইম মুভার বা লরি যাই বলা যায়না কেনো, তারা তাদের গাড়ি নিয়ে এ দিকেই থাকেন এ পথেই যাতায়াত করেন।চালক শ্রমিক স্থানে যাওয়ার পর তাদের উপর ও আঘাত করা হয়। এতে করে ৩০ থেকে ৪০ জন চালক ও শ্রমিক আহত হয়।তারপর তারা রাস্তায় গাড়ি রেখে পথ অবরোধ করে আন্দোলন করে।চালক রা তাদের লরি রেখে রাস্তা অবরোধ করে রেখে পুরো চট্রগ্রাম কে অচল করে দিয়েছে।
সাজিদ