ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

বাড়ানো হবে ফ্রিকোয়েন্সি

মে থেকে শুক্রবার  সকালেও চলবে মেট্রোরেল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২:৪২, ৪ ফেব্রুয়ারি ২০২৫

মে থেকে শুক্রবার  সকালেও চলবে মেট্রোরেল

রাজধানীর উত্তরা-মতিঝিল রুটের মেট্রোরেল সার্ভিস

রাজধানীর উত্তরা-মতিঝিল রুটের মেট্রোরেল সার্ভিসের ফ্রিকোয়েন্সি বাড়ানো ও শুক্রবারে সকাল থেকে ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী মে মাস থেকে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি মেট্রোরেলের ফ্রিকোয়েন্সি মে মাসের মধ্যে সহনীয় মাত্রায় আনা যায় কি-না। এ লক্ষ্যে আমরা কাজ করছি। উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা রয়েছে। মে মাসকে আমরা টার্গেট করেছি। আশা করছি মে মাসের মধ্যে গুছিয়ে ফেলতে পারব। এছাড়া শুক্রবারে সকাল থেকে ট্রেন চালুর বিষয়ে আলোচনা রয়েছে।’ মঙ্গলবার উত্তরায় মেট্রোরেলের ডিপোতে রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের (আরআরআর) সদস্যদের সঙ্গে এক মতবিনিময়ের সভায় এ কথা জানান তিনি। 
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ঢাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, মেট্রোরেলের পিলারে গ্রাফিতি একসেপটেড। গ্রাফিতে আমাদের উদ্বুদ্ধ করেছে। এটি আমাদের পরিবর্তনের সহায়তা করেছে। কিন্তু মনের আনন্দে এখন অনেকে পোস্টার লাগাচ্ছে। ঢাকা শহরের দৃষ্টিনন্দন পরিবেশ বজায় রাখার জন্য সিটি করপোরেশন ও পুলিশকে চিঠি দিচ্ছি। আমাদের যে অ্যাকশন, সেটা আমরা নেব।
সভায় জানানো হয়, গত ২৮ ডিসেম্বর ২০২২ তারিখ মেট্রোরেলের উত্তরা উত্তর হতে আগারগাঁও পর্যন্ত অংশ প্রথম ধাপে এবং গত ৪ নভেম্বর ২০২৩ তারিখ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ দ্বিতীয় ধাপে বাণিজ্যিকভাবে চালু করা হয়। শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ৭ টা ১০ মিনিট থেকে রাত ৯ টা পর্যন্ত উত্তরা উত্তর হতে মতিঝিল রুটে এবং সকাল ৭ টা ৩০ মিনিট থেকে রাত ১০ টা ১৪ মিনিট পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে নির্ধারিত হেডওয়ে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) অনুযায়ী মেট্রোট্রেন বাণিজ্যিকভাবে চলাচল করছে।

প্রতি শুক্রবার দুপুর ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত উত্তরা উত্তর হতে মতিঝিল রুটে এবং দুপুর ৩ টা ২০ মিনিট থেকে রাত ৯ টা ৪০ মিনিট পর্যন্ত নির্ধারিত হেডওয়ে অনুযায়ী মেট্রোট্রেন বাণিজ্যিকভাবে চলাচল করছে। বর্তমানে দৈনিক গড়ে প্রায় ৩ লাখ যাত্রী মেট্রোরেলে যাতায়াতের সুবিধা ভোগ করছেন। গত জানুয়ারি মাসে ৩ লাখের বেশি যাত্রী পরিবহন করা হয়েছে। তাই কমলাপুর অংশটির কাজ শেষ হলে প্রতিসাড়ে ৫ লাখ যাত্রী মেট্রোরেলে যাতায়াত করতে পারবে।
গত ৩১ জানুয়ারি পর্যন্ত এমআরটি লাইন-৬’এর কমলাপুর অংশে ৪৬ শতাংশ কাজ শেষ হয়েছে। কাজের অগ্রগতি হিসেবে ১৭৭ পাইলের মধ্যে ১৭৭টি নির্মাণ কাজ শেষ হয়েছে, ৬১টি পাইল ক্যাপের মধ্যে ৫৭টি শেষ হয়েছে,  ৩৯টি ভায়াডাক্ট পিয়ারের মধ্যে ৩৫টি শেষ হয়েছে, ৩০টি স্টেশন কলামের মধ্যে ৩০টি নির্মাণ শেষ হয়েছে, ২৯৮টি প্রিকাস্ট সেগমেন্টের কাজ শেষ হয়েছে, ২৭টি সেগমেন্ট উত্তোলন (স্প্যান) মধ্যে ৪টি শেষ হয়েছে এবং ৮২৪টি প্রিকাস্ট প্যারাপেট ওয়ালের মধ্যে ৭৩৯টির কাজ শেষ হয়েছে। ১৮০ মিটারের মধ্যে ১৫৭ দশমিক ৫০ মিটার স্ল্যাব কাস্টিং সম্পন্ন হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের কমলাপুর অংশের কাজ শেষ হওয়ার কথা থাকলেও সিগন্যালিং কাজের কারণে একটু চ্যালেঞ্জ রয়েছে বলে সভায় জানানো হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ, পরিচালক (অর্থ ও হিসাব) মো. আফতাবুজ্জামান, মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন, রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. তাওহীদুল ইসলামসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

×