ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

ফটিকছড়িতে সংবাদ সম্মেলন

গুটি কয়েক বিএনপি নেতার ছায়াতলে ঘুরে বেড়াচ্ছে আওয়ামী দোসররা

নিজস্ব সংবাদদাতা,ফটিকছড়ি

প্রকাশিত: ২২:৩৬, ৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২২:৪১, ৪ ফেব্রুয়ারি ২০২৫

গুটি কয়েক বিএনপি নেতার ছায়াতলে ঘুরে বেড়াচ্ছে আওয়ামী দোসররা

ছবিঃ দৈনিক জনকণ্ঠ

উপজেলার আইন শৃঙ্খলার অবনতি ও সাম্প্রতিক ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক  আলহাজ্ব সরওয়ার আলমগীর। মঙ্গলবার বিকালে উপজেলা সদর বিবিরহাটের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ।

সংবাদ সম্মেলনে  নিজের বক্তব্য রাখতে গিয়ে সরোয়ার আলমগীর বলেন, ৫ ই আগষ্টের আগে যারা বিএনপি নেতা কর্মীদের উপর হামলা করেছিল তারা এখনো বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। অথচ পুলিশ তাদের ধরছেনা। বিগত একমাসে ফটিকছড়িতে বালু ও মাটি নিয়ে  হত্যাকান্ড সংঘটিত হলেও প্রশাসন রহস্যজনক কারনে নিরব।

আওয়ামী দোসরদের অনেকে এখন গুটি কয়েক বিএনপি নেতার  ছায়াতলে ঘুরে বেড়াচ্ছে।  এরা এখন বিএনপির নাম ভাঙ্গিয়ে অপরাধমুলূক কর্মকান্ড সংঘটিত করছে। যা কোন অবস্থাতে মেনে নেয়া যায় না।তিনি আরো বলেন, অবিলম্বে এসব অপতৎপরতা বন্ধ না হলে কঠোর কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হবো।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা  মুক্তিযোদ্ধা মাহবুল আলম, আবু তাহের ছিদ্দিকী, নাজিম উদ্দিন শাহিন, ফরিদুল আলম,মনসুর আলম চৌধুরী, মোশরাফুল আনোয়ার মশু প্রমুখ।

মুহাম্মদ ওমর ফারুক

×