ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

বগুড়া আদমদীঘিতে সওজের উচ্ছেদ অভিযান শুরু

নিজস্ব সংবাদদাতা,  আদমদীঘি, বগুড়া।।

প্রকাশিত: ১৯:৩৩, ৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৯:৩৫, ৪ ফেব্রুয়ারি ২০২৫

বগুড়া আদমদীঘিতে সওজের উচ্ছেদ অভিযান শুরু

 
বগুড়া সড়ক ও জনপথ বিভাগ মঙ্গলবার (৪ ফেব্রয়ারি) থেকে উপজেলার সান্তাহার পশ্চিম ঢাকা রোড মোড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে। তিন ধরে চলবে এই অভিযান বগুড়ার চারমাথা পযর্ন্ত চলবে বলে জানিয়েছেন বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান। জানা গেছে, বিগত সরকারের সময় সান্তাহার -বগুড়া আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পশ্চিম ঢাকা রোড থেকে বগুড়া চারমাথা পযর্ন্ত ৪০ কিলোমিটার দীর্ঘ সড়কের দুই পাশে থাকা সওজের জায়গায় অবৈধভাবে কাঁচা, সেমিপাকা ও পাকা ভবন নির্মাণের মাধ্যমে অবৈধভাবে দখলে রাখে।

একারনে উচ্ছেদ অভিযান পরিচালনা শুরু করা হয়েছে। এদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পযর্ন্ত পুরব ঢাকা রোড পযর্ন্ত দুই শতাধিক ওইসব স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়ে উচ্ছেদ করা হয়েছে। ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে সান্তাহার পৌরসভা নির্মিত পাইকারি মাছের আড়ত বাজারের স্থাপনাও। উচ্ছেদ অভিযান কালে বেলা ৩টার দিকে শহরের হবির মোড় অবস্থিত আনিকা ফিলিং স্টেশন নামক পেট্রোল পাম্প মালিক তার স্থাপনা উচ্ছেদ না করা বিষয়ে আদালতের নিষেধাজ্ঞার কাগজাদী দেখালেও সওজের প্রকৌশলী সেটা আমলে না নিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়। বুধবার দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সওজের ওই কর্মকর্তা।

 

সাজিদ

×