ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

প্রকাশিত: ১৯:০৭, ৪ ফেব্রুয়ারি ২০২৫

প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁ সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেখানে স্বামী খোরশেদ আলম তার স্ত্রীর ৭ বছরের প্রেমিক আনোয়ারের সাথে বিয়ে দিয়েছেন। ৩ ফেব্রুয়ারি, একটি আপত্তিকর অবস্থায় স্ত্রীর প্রেমিককে ধরা পড়লে, স্থানীয়রা জমায়েত হয়ে এই অস্বাভাবিক সিদ্ধান্ত নেন।

স্থানীয়দের মতে, খোরশেদ আলম তার স্ত্রীর পরকীয়া সম্পর্কে জানার পর, শান্তিপূর্ণভাবে বিষয়টি মেনে নেন এবং স্ত্রীর প্রেমিক আনোয়ারের সাথে বিয়ে দিয়ে দেন। খোরশেদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে, যে বর্তমানে মাদ্রাসায় পড়াশোনা করছে।

এ ঘটনা এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বিষয়টিকে অস্বাভাবিক এবং অবিশ্বাস্য মনে করছেন, আবার কিছু মানুষ খোরশেদের এই সিদ্ধান্তকে শান্তি ও বোঝাপড়ার উদাহরণ হিসেবে তুলে ধরছেন।

এটি এখন একটি সমাজিক আলোচনার বিষয় হয়ে উঠেছে এবং সম্পর্কের নতুন ধরনের ধারণা নিয়ে প্রশ্ন তুলছে।

অনিক

×