ছবিঃ সংগৃহীত
চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে পারিবারিক জমি দখলের অভিযোগ তুলেছেন তার মা ও বোনেরা। তাদের দাবি, পপি তার স্বামীর প্ররোচনায় দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের হয়রানি করে আসছেন এবং বাবার সম্পত্তি এককভাবে দখল করতে চাইছেন।
পপির মা মরিয়ম বেগম কালবেলাকে বলেন, "আমার মেয়েটা আগে ভালোই ছিল। কিন্তু বিয়ের পর থেকে সে আমাদের হুমকি-ধমকি দিচ্ছে। তার বাবার জমি দখলের চেষ্টা করছে। আমরা এই বয়সে কোথায় যাব?"
পপির মেঝো বোন ফিরোজা পারভীন জানান, "আমরা ৪ বোন, ২ ভাই। পপি সবার বড়। বাবার মৃত্যুর পর থেকেই সে আমাদের হয়রানি করছে। পেশিশক্তির ভয়ও দেখিয়েছে। বিষয়টি নায়ক আলমগীর ও জায়েদ খানসহ অনেকে জানেন। আলমগীর সাহেব তাকে সমস্যা মেটানোর পরামর্শ দিলেও পপি তাতে কর্ণপাত করেনি।"
তিনি আরও জানান, বর্তমানে পপি তার স্বামীর সঙ্গে খুলনায় অবস্থান করছেন এবং পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ নিয়ে তারা ন্যায়বিচার দাবি করেছেন।
প্রসঙ্গত, চিত্রনায়িকা পপি কয়েক বছর ধরেই নিজেকে আড়ালে রেখেছেন। তার বিয়ে ও সন্তান জন্মের খবর বিভিন্ন সময় শোনা গেলেও তিনি এ বিষয়ে কখনো মুখ খোলেননি।
আসিফ