ছবিঃ সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ হওয়া ১১ বছর বয়সী স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁ থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আদাবর থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়। এ সময় তার কথিত প্রেমিক মমিনকেও আটক করা হয়েছে।
এর আগে, রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মায়ের ফুসফুস ক্যানসারের চিকিৎসার জন্য ঢাকায় এসে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় সুবা। পরিবারের পক্ষ থেকে আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, এক তরুণের সঙ্গে সুবা কথা বলছে এবং পরে নওগাঁয় চলে যায়। পুলিশ জানায়, ওই তরুণের নাম মমিন, সে গুলিস্তানের একটি কাপড়ের দোকানে কাজ করে এবং মাসিক বেতন মাত্র ৭,০০০ টাকা।
এদিকে, সুবার পরিবার ও স্থানীয়রা ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্তের দাবি জানিয়েছে। পুলিশও বিষয়টি নিয়ে গভীর তদন্ত করছে এবং আটক মমিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।
জাফরান