ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

টেকনাফে ফেলে যাওয়া ব্যাগে উদ্ধার ১ লাখ ২০ হাজার ইয়াবা ও অস্ত্র

প্রকাশিত: ১৭:১৮, ৪ ফেব্রুয়ারি ২০২৫

টেকনাফে ফেলে যাওয়া ব্যাগে উদ্ধার ১ লাখ ২০ হাজার ইয়াবা ও অস্ত্র

উদ্ধার মাদক

কক্সবাজার জেলার টেকনাফ সাবরাং সমুদ্র উপকূলে গত সোমবার রাতে কোস্টগার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এই অভিযানটি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের খুরেরমুখ এলাকায় পরিচালিত হয়, যেখানে পাচারকারীরা একটি ট্রলারে মাদক পাচারের জন্য নিয়ে আসছিল।

সোমবার মধ্যরাতে কোস্টগার্ড এবং র‍্যাব সদস্যদের একটি যৌথ দল মাদক পাচারের একটি বড় চালান সম্পর্কে সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান শুরু করে। যখন তারা সাগরে উপকূলের কাছাকাছি একটি সন্দেহজনক ট্রলার দেখতে পান, তখন তারা ওই ট্রলারের কাছে যাওয়ার জন্য নির্দেশ দেন। তবে, পাচারকারীরা কোস্টগার্ড ও র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দ্রুত ট্রলারটি তীরে ভিঁড়িয়ে পালিয়ে যায়। তাদের ধাওয়া দিলেও, পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি।

পরে, পাচারকারীদের ফেলে যাওয়া ট্রলারে তল্লাশি চালানো হয় এবং সেখানে একটি ব্যাগ ও বস্তা পাওয়া যায়। ওই ব্যাগ ও বস্তার ভেতর থেকে উদ্ধার করা হয় ১ লাখ ২০ হাজার ইয়াবা, ৪টি ফেনসিডিল এবং ২টি ধারালো দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তত্ত্বাবধানে উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য মাদক দ্রব্য ধ্বংসের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া, পাচারকারীদের চিহ্নিত করার জন্য তদন্ত শুরু হয়েছে এবং টেকনাফ থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। তবে, অভিযানে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রেজা

×