ছবি: সংগৃহীত
মারা গেলেন মাদারীপুর জেলার সবচেয়ে প্রবীণ ব্যক্তি মো. ছহের উদ্দিন ঘরামী। আজ মঙ্গলবার সকালে তিনি তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর। তবে মৃত ছহের উদ্দিন শতাব্দীর শেষ জীবিত ব্যক্তি ছিলেন বলে দাবি করেছেন তার পরিবার।
নিহতের ছোট ছেলে শিক্ষক মো. আব্দুর রব বলেন, ১৯২৩ সালে মাদারীপুর জেলার ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী গ্রামে তার পিতা ছহের উদ্দিন জন্ম গ্রহণ করে মোট ১০২ বছর বেঁচে ছিলেন।
নিহতের স্বজনরা জানান, জনাব ছহের উদ্দিন দু'টি বিশ্বযুদ্ধ দেখেছিলেন। ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ দেখা আব্দুল হালিম অনেক রাজা, লর্ড, প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী দেখেছিলেন। প্রবীণরা বলছেন, তার জীবন ছিল অদ্বিতীয়। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত চলাফেরা, বাজার-ঘাট নিজেই করতেন। এবং প্রতিদিন কমপক্ষে ৪-৫ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে ঘুরে বেড়াতেন। প্রায় ১০ যুগেও তাকে কাবু করতে পারেনি শারীরিক দুর্বলতা।
তৌহিদ