ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

দৈনিক জনকন্ঠে সংবাদ প্রকাশের পর 

তামান্নার শিক্ষার দায়িত্ব নিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

প্রকাশিত: ১৬:২১, ৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৬:২২, ৪ ফেব্রুয়ারি ২০২৫

তামান্নার শিক্ষার দায়িত্ব নিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান

ছবিঃ জনকণ্ঠ

জিয়াউর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পটুয়াখালী মেডিকেল কলেজে সদ্য চান্স পাওয়া শিক্ষার্থী তামান্না আক্তার ফারজানা কে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। উক্ত শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে তামান্নার পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন তার পিতা, মাতা ও চাচা আলম গাজী।

জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শিক্ষার্থী ফারজানা আক্তার তামান্নার হাতে ভর্তির সমুদয় অর্থ তুলে দেয়া হয়। শিক্ষার্থী ফারজানা আক্তার তামান্না ও তার পরিবার তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। ফারজানা একই সাথে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গলাচিপা দশমিনার গণমানুষের নেতা হাসান মামুনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।


৪ ফেব্রুয়ারি পটুয়াখালী মেডিকেল কলেজ  হাসপাতালের সভা কক্ষে এ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন এর বরিশাল বিভাগীয় মনিটর, অ্যাব বরিশাল চ্যাপ্টারের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ মামুন অর রশিদ, অ্যাব বরিশাল চ্যাপ্টারের সহ-সভাপতি জনাব মোঃ নজরুল ইসলাম, অ্যাব বরিশাল চ্যাপ্টারের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. হাসিব মোহাম্মদ তুষার, অ্যাব পটুয়াখালী চ্যাপ্টারের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. রাহাত মাহমুদ, পটুয়াখালী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আনোয়ার হোসেন বাবলু প্রমুখ। 


উল্লেখ্য, ২০২৩ সালে এইচএসসি পাস করে অংশ নেয় মেডিকেল ভর্তি পরীক্ষায়। কিন্তু সেবার উত্তীর্ণ হয়েও ফারজানা কোন মেডিকেল কলেজে অর্থাভাবে ভর্তি হতে পারেন নি। মানুষের কটুকথা ও হতাশাকে পেছনে ফেলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবারো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে ৪৭২৮ তম মেধাতালিকা নিয়ে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য মনোনীত হন ফারজানা। এবারও অর্থাভাবে তার ভর্তি অনিশ্চয়তার মুখে পরে।

এ নিয়ে দেনিক জনকন্ঠে ২৬ জানুয়ারি সংবাদ প্রকাশিত হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার শিক্ষার দায়িত্ব নেন।  
ফারজানার স্বপ্ন একদিন সুচিকিৎসক হয়ে গ্রামের অসহায় মানুষের চিকিৎসা নিশ্চিত করবেন।

×