ছবিঃ সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ হয়েছে ১১ বছরের এক কন্যাশিশু, আরাবি ইসলাম সুবা। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল সে।
রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। রাস্তা পার হওয়ার সময় তার ভাই এগিয়ে গেলে, সে পেছনে পড়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ মিলছে না।
নিখোঁজের পর তদন্তে নামে পুলিশ। মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, সুবা সেখানে ছিল, তবে তার সঙ্গে তার ফুফাতো ভাই ছাড়াও আরও এক যুবক ছিল। আনুমানিক ২০ বছর বয়সী ঐ যুবকের সঙ্গে শিশুটিকে হাঁটতে দেখা যায়।
মেয়ের সন্ধান চেয়ে সোমবার (৩ ফেব্রুয়ারি) আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন সুবার বাবা ইমরান রাজিব। তিনি জানান, তার স্ত্রী ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন, তাই গত দুই মাস ধরে ঢাকায় ফুফুর বাসায় থাকছে তারা।
"রোববার সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর সুবা আর ফিরে আসেনি। পুলিশ বলছে, তারা চেষ্টা করছে," বলেন তিনি।
আদাবর থানার ওসি এস এম জাকারিয়া জানান, "নিখোঁজের অভিযোগ পেয়ে তদন্ত চলছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তবে তারা বারবার স্থান পরিবর্তন করছে বলে খুঁজে পেতে কিছুটা বেগ পেতে হচ্ছে।"
শিশুটির পরিবার ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত সুবার সন্ধান পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছে।
আসিফ