ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

মির্জা ফখরুল

রাজনীতির মঞ্চে পরিচিত, একসময় ছিলেন নাটকের অভিনেতা

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৩:৫৭, ৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৪:০৩, ৪ ফেব্রুয়ারি ২০২৫

রাজনীতির মঞ্চে পরিচিত, একসময় ছিলেন নাটকের অভিনেতা

ছবিঃ মির্জা ফখরুল ,সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দীর্ঘদিনের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সবাই রাজনীতিক হিসেবেই চেনেন। তবে তার আরেকটি পরিচয় রয়েছে—তিনি একসময় ছিলেন মঞ্চের অভিনেতা। সম্প্রতি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি-তে অংশ নিয়ে নিজ শিল্পীসত্তার কথা প্রকাশ করেন তিনি।

মির্জা ফখরুল জানান, একসময় তিনি ঠাকুরগাঁওয়ের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। তিনি বলেন, "ঠাকুরগাঁওয়ের সাংস্কৃতিক ঐতিহ্য অনেক পুরনো। রাজা অষ্টম এডওয়ার্ডের অভিষেক উপলক্ষে এখানে নাট্যচর্চার সূচনা হয়। এই সমৃদ্ধ সাংস্কৃতিক আবহের মধ্যেই আমার অভিনয়যাত্রা শুরু।"

তার অভিনয়ের হাতেখড়ি হয়েছিল নাট্যজন ফণীদি ভূষণ পালিতের কাছে। ফণী পালিত সম্পর্কে স্মৃতিচারণা করে ফখরুল বলেন, "তিনি ছিলেন অসাধারণ সৃজনশীল মানুষ, বিশেষ করে নাটক ও সাংস্কৃতিক ক্ষেত্রে। ছাত্রজীবন থেকেই আমি তার কাছে নাটকের পাঠ নিয়েছি।"

রাজনীতি, শিক্ষকতা ও নাট্যচর্চার মধ্যে কোনটিকে তিনি সবচেয়ে বেশি উপভোগ করেন—এমন প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, "নিঃসন্দেহে সাংস্কৃতিক জগৎটাই বেশি উপভোগ্য। বিশেষ করে আমাদের সময়ের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট এমন ছিল, যেখানে সাংস্কৃতিক কর্মকাণ্ড মানসিক তৃপ্তির এক বড় মাধ্যম ছিল।"

শুধু অভিনয় নয়, মির্জা ফখরুল একজন বাচিকশিল্পীও। ইত্যাদি-তে অংশ নেওয়ার সময় তিনি দর্শকদের নিরাশ করেননি। রবীন্দ্রনাথ ঠাকুরের 'দুঃসময়' কবিতার কয়েক লাইন আবৃত্তি করে উপস্থিত দর্শকদের মোহিত করেন তিনি।

রাজনীতির কৌশলী মঞ্চের পাশাপাশি একসময় রঙিন মঞ্চেও ছিলেন মির্জা ফখরুল—এ তথ্য অনেকের কাছেই নতুন। তার শিল্পীসত্তার এই দিক অনেককে মুগ্ধ করেছে।

 

সূত্র: https://youtu.be/C23pdfTlL6U?si=4-XzVoapskcSCSC2

জাফরান

×