ছবিঃ সংগৃহীত
উপজেলার ভুজপুরে যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের দায়ে সুমন (৩৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে তিন লাখ অর্থদণ্ডও করা হয়েছে।
সোমবার দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ আদালতের বিচারক ফেরদৌস আরা এ আদেশ দেন। দণ্ডিত সুমন ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার মির্জারহাট এলাকার বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সুমনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন, পরে তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা গেছে, একাধিক বিয়ের তথ্য গোপন করে ফটিকছড়ির ভূজপুর মির্জাহাট এলাকার মনি আক্তারকে বিয়ে করে দণ্ডিত সুমন। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করতো। ২০২১ সালের ৩১ অক্টোবর ৮ মাসের অন্তঃসত্ত্বা মনি বাবার বাড়ি ভুজপুরে চলে যায়।
সেখানে গিয়েও যৌতুক চায় স্বামী। না পেয়ে তার ওপর নির্যাতন চালায়। সেখান থেকে তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেখে পালিয়ে যায়। ২৬ দিন হাসপাতালে থাকার পর ২৫ নভেম্বর মৃত্যুবরণ করেন মনি আক্তার। এ ঘটনায় ২০২১ সালের ২৭ নভেম্বর মনি আক্তারের ভাই মো. আব্বাস বাদি হয়ে মামলা করেন।
জাফরান