ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

পূজা দেখে বাড়ি ফেরার পথে প্রাণ গেল তিন বন্ধুর

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৫:১১, ৪ ফেব্রুয়ারি ২০২৫

পূজা দেখে বাড়ি ফেরার পথে প্রাণ গেল তিন বন্ধুর

ছবি; সংগৃহীত

ফেনীতে সরস্বতী পূজা দেখে বাড়ি ফেরার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন যুবক। তারা পরস্পর বন্ধু ছিলেন। নিহতরা হলেন, নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মনোরঞ্জন বৈষ্ণবের ছেলে দেবু বৈষ্ণব (২২), কৃষ্ণ ঘোষের ছেলে অন্তর ঘোষ (২০) ও বেগমগঞ্জ পৌরসভার আলীপুর এলাকার কৃষ্ণ বৈষ্ণবের ছেলে সৌরভ গোস্বামী (২২)।

রবিবার (৩ ফেব্রুয়ারি) ফেনীতে সরস্বতী পূজা দেখে মোটরসাইকেলে করে নিজ এলাকা নোয়াখালীতে ফিরছিলেন তারা। পথে রাত সাড়ে আটটার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফেনীর দাগনভূঞার বেকের বাজার এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন তারা। 
 
দুর্ঘটনাস্থলের বাসিন্দা প্রত‍্যক্ষদর্শী ইয়াসিন বলেন, তারা তিনজন মোটরসাইকেলে নোয়াখালীর দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে বেঁকের বাজারের আগে একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করছিল।
 
ইয়াসিন আরও বলেন, সে সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ফেলে রাখা করাত কলের গাছের গুড়ির সাথে ধাক্কা খায়। আরোহী তিনজন রাস্তার ওপর ছিটকে পড়ে। দুইজন ঘটনাস্থলেই মারা যান। আমরা আহত একজনকে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
খবর পেয়ে নিহতের পরিবার ও স্বজনরা রাত দশটার দিকে হাসপাতালে পৌঁছান। এ সময় তাদের আহাজারিতে আশপাশের পরিবেশ ভারি হয়ে ওঠে। নিহতদের পরিবার জানায়, দেবু বৈষ্ণব নোয়াখালীর বসুরহাট সরকারি মুজিব কলেজের ছাত্র ছিলেন। 
 
অন্তর ঘোষ এইচএসসি দ্বিতীয় বর্ষ এবং সৌরভ গোস্বামী নোয়াখালীর সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। নিহত অন্তরের স্বজন কাজল বলেন, তারা তিন বন্ধু ফেনী এসেছিল স্বরস্বতী পূজা দেখতে। অন্তরের বোন ফেনী থাকে তার সাথেও দেখা করেছিল।
 
প্রতিবেশী তপন ঘোষ বলেন, ‘তারা সবাই নম্র ও ভদ্র হিসেবে পরিচিত ছিল। তাদের এবাবে অকালে চলে যাওয়া মেনে নিতে পারছি না।’ ফেনী মহাসড়ক থানার উপপরিদর্শক সাকায়েত হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয় প্রত‍্যক্ষদর্শীদের তথ‍্য মতে, অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। 

শহীদ

×