ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

ত্রিশালে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

প্রকাশিত: ০০:২৯, ৪ ফেব্রুয়ারি ২০২৫

ত্রিশালে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসন ল্যাবরেটরি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসর প্রাপ্ত অতিরিক্ত সচিব আতাউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা সাবেক ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) আক্তারুজ্জামান, ত্রিশাল সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।

ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারীর সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক এ.টি.এম শিহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিশাল সরকারি নজরুল কলেজের সাবেক অধ্যাপক আব্দল আউয়াল, ত্রিশাল মহিলা কলেজের অধ্যাপক খবিরুজ্জামান, ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান অবিনাশ দাম প্রমুখ।

আবু রাইহান/এম.কে.

×