ছবি: সংগৃহীত
জুস খেয়ে অনশন ভাঙ্গলে তিতুমীর কলেজের আন্দোলনকারীরা। আন্দোলনকারী জানান, আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল তিতুমীর বিশ্ববিদ্যালয় হবে। শুধু তিতুমীর বিশ্ববিদ্যালয় না, এটা বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যতগুলো যোগ্যতা আছে তা সবগুলোই রয়েছে তিতুমীর কলেজের।
তবে আমাদের যেসব সংকট রয়েছে পরিবহন সংকট, আবাসন সংকট,জায়গার সংকট। এগুলো থেকে আমরা মুক্তি পাচ্ছি আমাদের আশ্বাস দিয়েছেন যে, এক সপ্তার মধ্যে এগুলো নিয়ে লিখিতভাবে বসা হবে এবং এগুলো পূরণ করে দেবে। সাতটি কলেজ নামে যেই সাত কলেজ ছিল এখন তিতুমীর সাত কলেজের মধ্যে থাকবে না আজকে থেকে তিতুমীর আলাদা কলেজ হবে।
সাজিদ