ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

ঢাকায় নিখোঁজ ১১ বছরের শিশু সুবা, খোঁজ দিতে আবেদন সিমরিন লুবাবার

প্রকাশিত: ২৩:৪২, ৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২৩:৪৫, ৩ ফেব্রুয়ারি ২০২৫

ঢাকায় নিখোঁজ ১১ বছরের শিশু সুবা, খোঁজ দিতে আবেদন সিমরিন লুবাবার

ঢাকার মোহাম্মদপুরের প্রিন্স বাজার (কৃষি মার্কেট সংলগ্ন) থেকে ১১ বছরের ছোট্ট মেয়ে আরাবি ইসলাম সুবা নিখোঁজ হয়েছে। তাঁর পরিবারের সদস্যরা জানাচ্ছেন, শিশু সুবা হারিয়ে যায়নি, বরং নিখোঁজ হয়ে গেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সারমিন লুবাবা এই নিখোঁজ শিশুর ব্যাপারে তার ফেসবুকে এক পোস্টে দিয়েছেন।

লুবাবা তার পোস্টে উল্লেখ করেন যে, "হারিয়ে যাওয়া" এবং "নিখোঁজ হওয়া" শব্দের মধ্যে বড় পার্থক্য রয়েছে। নিখোঁজ হওয়ার সঙ্গে সাধারণত আরও কিছু গুরুতর বিষয় জড়িয়ে থাকে, যা কখনো কখনো নিঃশব্দে জীবন সংক্রান্ত বিপদ ঘটাতে পারে।

এমন নিখোঁজের ঘটনা প্রতিদিনই আমাদের চোখে পড়ে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, যারা কখনো পরিবারের কাছে ফিরেও আসে না। মেয়ে শিশুদের নিরাপত্তা আরও বেশি নিশ্চিত করতে তিনি অভিভাবকদের প্রতি বিশেষ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান।

সারমিন লুবাবা এবং তার সহকর্মী ফাতিহা আয়াত সম্প্রতি একটি ক্যাম্পেইন চালু করেছিলেন “অ্যাম্বার এলার্ট” নামে, যেখানে তারা শিশু নিখোঁজের ঘটনা ঘটলেই সকলের মোবাইলে সতর্কতা পাঠানোর প্রস্তাব করেন। সাদাত রহমান ভাইয়া ও তার দলও এই ধরনের একটি সিস্টেম চালুর চেষ্টা করছে, যাতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করা যায়।

লুবাবা আরও বলেন, “আমাদের সবার চোখ কান খোলা রাখা উচিত। যদি কখনো আমরা পথে চলতে চলতে কোনো শিশু বা কিশোরীকে সন্দেহজনক অবস্থায় দেখি, তবে আমাদের উচিত তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা।"

তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বিশেষ করে মেয়ে শিশুদের প্রতি আরো বেশি যত্নবান হওয়া প্রয়োজন। তাদের একাকী কোথাও যেতে দেওয়া যাবে না এবং তাদের সব যোগাযোগকে পর্যবেক্ষণ করতে হবে।”

সুবা যদি কোথাও দেখতে পান, তাহলে তার পরিবারের পক্ষ থেকে দ্রুত যোগাযোগ করার জন্য দুইটি ফোন নম্বর দেওয়া হয়েছে তার পোস্টে: ০১৭১২-৯৮৫৮৫৮ এবং ০১৬৭৫-২২৭১৯১

লুবাবা তার পোস্টে শেষ করেছেন, “আমরা চাই না কোনো শিশু নিখোঁজ হোক। আমরা চাই না শকুনরা নিষ্পাপ শিশুদেরকে পৃথিবী থেকে সরিয়ে নিয়ে যাক। আমাদের সবাইকে নিরাপদ পৃথিবী গড়তে সচেতন হতে হবে।”

আশিক

সম্পর্কিত বিষয়:

×