ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

ভিডিওতে প্রেমিকার ভাইকে দায়ী করে ছাত্রের আত্মহত্যা!

প্রকাশিত: ২১:৫৬, ৩ ফেব্রুয়ারি ২০২৫

ভিডিওতে প্রেমিকার ভাইকে দায়ী করে ছাত্রের আত্মহত্যা!

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের কলেজরোড এলাকায় এক মেসে সাব্বির ইসলাম (২২) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

আত্মহত্যার আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও আপলোড করেন সাব্বির।

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “আমার মৃত্যুতে কাউকে দায়ী করা যাবে না, শুধু জেরিনের বড় ভাই শামীম ছাড়া। আমার এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায়ী শামীম। সে আমার জেরিনকে ব্ল্যাকমেইল করে আমার থেকে দূরে সরিয়েছে। আমি চাই আমার লক্ষ্মীটা সবসময় ভালো থাকুক। আব্বু-আম্মু, আমাকে ক্ষমা করে দিও, তোমাদের কথা রাখতে পারলাম না।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সাব্বিরের বাড়ি নেত্রকোণার মদন উপজেলায়। তিনি ঢাকার মিরপুরের একটি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং ময়মনসিংহের কলেজরোড এলাকায় একটি মেসে থাকতেন। সম্প্রতি প্রেমঘটিত কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে, হতাশার কারণেই তিনি চরম সিদ্ধান্ত নেন।

দুপুরের দিকে সহপাঠীরা তার কক্ষের দরজা বন্ধ দেখে সন্দেহ করেন। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় সাব্বিরের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সাব্বিরের পরিবার জানিয়েছে, তিনি বেশ কিছুদিন ধরে মানসিক চাপে ছিলেন। পুলিশের প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আবু সাঈদ/এম.কে.

×