ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

লামায় হত্যা মামলা তুলে নিতে অসহায় পরিবারকে হুমকি

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

প্রকাশিত: ২০:৪৫, ৩ ফেব্রুয়ারি ২০২৫

লামায় হত্যা মামলা তুলে নিতে অসহায় পরিবারকে হুমকি

হত্যা মামলায় প্রাণনাশের হুমকির প্রতিবাদ

লামা উপজেলায় ছয় বছর আগে হত্যার শিকার আলমগীর সিকদারের খুনিদের গ্রেপ্তার পূর্বক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করছে নিহতের শিশুসন্তান আলী হায়দার ও তার পরিবার। তার বাবাকে হত্যার পর থেকে দায়ের করা হত্যা মামলাটি তুলে নিতে পরিবারের অন্য সদস্যদের বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে হত্যাকারীরা। এতে করে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। সোমবার বেলা সাড়ে ১১টায় বান্দরবান প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান, নিহত আলমগীর সিকদারের শিশুসন্তান মো. আলী হায়দার।
সংবাদ সম্মেলনে নিহত আলমগীর সিকদারের ভাই মোহাম্মদ দস্তগীর সিকদার মানিক বলেন, ২০১৯ সালের ২৩ জুলাই রাত সাড়ে ১০টায় লামা উপজেলার সরই পুলাংপাড়ায় নিজের মুরগি খামার থেকে ফেরার পথে রাবার বাগানে পৌঁছালে সেলিম উদ্দিনসহ তার সহযোগীরা আলমগীর সিকদারকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে দুই হত্যাকারী সায়মন ত্রিপুরা ও বীর বাহাদুর ত্রিপুরাকে গ্রেপ্তার করে। তারা সেলিম উদ্দিনসহ ৬ জন মিলে আমার ভাই আলমগীরকে হত্যা করেছে বলে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বীকারোক্তি দেয়। পরবর্তীতে গ্রেপ্তার হওয়া সাবের আহমদও একই স্বীকারোক্তি দেয়। খুনি সেলিম উদ্দিন, জয়নাল আবেদীন ভেট্টু ও তার ভাই জমির উদ্দীন আলমগীর সিকদারের হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী ও হত্যাকারী। হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়ায় ক্রমাগত মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। সর্বশেষ গত বছরের ২২ আগস্ট ঢাকার মতিঝিল থেকে কুরিয়ারে সপরিবারে নির্মূল করার  লিখিত  হুমকি পাঠায় হত্যাকারী সেলিম। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। এ সময় সংবাদ সম্মেলনে নিহত আলমগীর সিকদারের বাবা মো. আলী সিকদার উপস্থিত ছিলেন। 

×