রাণীনগরের কুজাইল হাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু
সোমবার সকাল থেকে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনিরজ্জামানের নেতৃত্বে এই অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন, উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান বাবু, স্থানীয় ইউপি সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ প্রমুখ উপস্থিত ছিলেন। একটু দেরি হলেও বিভিন্ন বাধা উপেক্ষা করে উপজেলা প্রশাসনের প্রচেস্টায় ভবন নির্মাণের দৃশ্যমান কাজ শুরু করায় স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরেছে। অনেকেই ভেবেছিল আর কখনোই হয়তো বা ভবন নির্মাণ হবে না। অবশেষে আধুনিক মানের হাটের ভবন নির্মাণ কাজ শুরু করায় হাটের দোকানিরা সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনিরুজ্জামান জানান, জেলা প্রশাসনের উদ্যোগে এক মাস আগে হাটের সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য দখলদারদের নোটিস প্রদান করা হয়। সেই নোটিসের প্রেক্ষিতে সোমবার এই উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলা প্রকৌশলী মো. ইসমাইল হোসেন জানান, স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত জটিলতার কারণে ভবন নির্মাণের জায়গাটি ফাঁকা করতে গিয়ে কিছুটা বিলম্ব হয়েছে। দ্রুতই উচ্ছেদ কার্যক্রম শেষে ভবন নির্মাণের দৃশ্যমান কাজ শুরু করা হবে।