ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, দেশের ১৯.২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। এর মধ্যে শহরের দারিদ্র্য হার ১৬.৫ শতাংশ এবং গ্রামের হার ২০ শতাংশের বেশি। এই তথ্যটি সম্প্রতি দেশের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়।
এ বিষয়ে ভারতের ‘জি ২৪ ঘণ্টা’ নামক গণমাধ্যম একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে একটি ছবি যুক্ত করা হয়, যা জি ২৪ ঘণ্টার ফেসবুক পেজেও প্রকাশ করা হয়। ছবিটি বাংলাদেশের দারিদ্র্য পরিস্থিতির প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরা হয়েছে, যেখানে একদল শিশু থালা-বাটি হাতে দাঁড়িয়ে আছে।
প্রতিবেদনটি ৩১ ফেব্রুয়ারি, শুক্রবার রাতে প্রকাশিত হওয়ার পর, জি ২৪ ঘণ্টার ফেসবুক পেজে পোস্টটি ২ হাজার রিঅ্যাকশন এবং ২৬টি শেয়ার পায়। এতে প্রায় ১ হাজার ৭ শত মন্তব্য জমা পড়ে, যেখানে এক ব্যবহারকারী মো. রাইসুল ইসলাম মন্তব্য করেন, ‘ইন্ডিয়ার কত পার্সেন্ট মানুষ দারিদ্র্য সীমার নিচে জানতে পারি কি?’
সত্যতা যাচাইয়ের জন্য ছবিটি রিভার্স ইমেজ সার্চ করা হলে, এটি ২০২১ সালের ১৯ মার্চ প্রকাশিত সিএনবিসির একটি প্রতিবেদনে পাওয়া যায়। এই ছবিটি ২০২০ সালের ১৫ জুন গেটি ইমেজেও প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে জানা যায়, ছবিটি ভারতের নয়াদিল্লির একটি বস্তির শিশুদের ছবি, যাদের কোভিড-১৯ লকডাউন শিথিল হওয়ার পর বিনা মূল্যে খাবার নিতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল।
অতএব, এই ছবিটি বাংলাদেশের দারিদ্র্য পরিস্থিতি বা বিবিএসের প্রকাশিত তথ্যের সঙ্গে সম্পর্কিত নয়। এটি মূলত ভারতের পরিস্থিতি সম্পর্কিত একটি ছবি যা ভুলভাবে বাংলাদেশের দারিদ্র্য রিপোর্টে যুক্ত করা হয়েছে।
আসিফ