ছবিঃ সংগৃহীত।
কিশোরগঞ্জের ইটনা উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সারোয়ার আলম রাজিবকে গ্রেপ্তার করেছে রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ। সোমবার দুপুরে লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ বলছে, রাজিবের বিরুদ্ধে জুলাই গণহত্যা সহ বেশ কিছু অভিযোগ রয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, সারোয়ার আলম রাজিব ইটনা উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক। তার বিরুদ্ধে জুলাই গণহত্যায় জড়িত থাকাসহ বেশ কিছু অভিযোগ রয়েছে। দুপুরে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।
জানা যায়, সন্ত্রাসীদের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া স্বেচ্ছাসেবী সংস্থা ‘স্বনির্ভর বাংলাদেশ’ দখল করে নেয় রাজিব। পরবর্তীতে সংস্থাটির কোটি কোটি টাকা আত্মসাত করে সংস্থাটিকে অকার্যকর করে রাখে। সংস্থাটির ডরমিটরিতে আগস্টের পর কিশোরগঞ্জের সন্ত্রাসী ও পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিয়েছে। জুলাইয়ে ছাত্র আন্দোলন চলাকালীন অবৈধ অস্ত্র নিয়ে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাহিনীর সাথে মোহাম্মদপুর এলাকায় মহড়া দিতো।
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের পুত্র ও সাবেক সাংসদ রেজওয়ান আহমেদ তৌফিকের একজন তল্পিবাহক হিসেবে অবৈধ প্রভাব বিস্তারে সক্রিয় ছিল তার। অভিযোগ রয়েছে, রাজিব শতবর্ষী সাবেক এক সচিবের গৃহপরিচারিকাকে বিয়ে করে তার গুলশানের বাসায় থাকত। সচিবের অচলাবস্থার সুযোগ নিয়ে পরে তার বিষয় সম্পত্তি ভোগদখল নিয়ে। অবৈধভাবে অর্জিত অর্থের মাধ্যমে ‘ক্যাসিনো’ নামক একটি চলচ্চিত্রও নির্মাণ করেছে।
মুহাম্মদ ওমর ফারুক