ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

সীতাকুণ্ডে দুর্ঘটনায় আরও এক নারী যাত্রীর প্রাণহানি

প্রকাশিত: ১৫:৫১, ৩ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৫:৫৫, ৩ ফেব্রুয়ারি ২০২৫

সীতাকুণ্ডে দুর্ঘটনায় আরও এক নারী যাত্রীর প্রাণহানি

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। এতে গুরুতর আহত আরও এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে, যার নাম রহিমা বেগম (৬০)। তিনি ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা ছিলেন। এ দুর্ঘটনায় মোট দুজন মারা গেছেন। দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তি আনোয়ার হোসেন (৬২), যিনি নারায়ণগঞ্জের বাসিন্দা ছিলেন। রহিমা বেগম আনোয়ার হোসেনের শ্যালিকা ছিলেন।

এই দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় ফায়ার সার্ভিস ও বাসিন্দারা হতাহত ব্যক্তিদের উদ্ধার করে। জানা গেছে, আনোয়ার হোসেন তার পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ফৌজদারহাট এলাকায় মাইক্রোবাসটি ডাম্পট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়, যার ফলে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে আনোয়ার হোসেনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, মাইক্রোবাসের চালক সম্ভবত ঘুমিয়ে ছিলেন, তাই গাড়িটি দাঁড়িয়ে থাকা ডাম্পট্রাকের সঙ্গে ধাক্কা খায়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রেজা

×