ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

গ্রেপ্তার ডাকাত সরদার

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।। 

প্রকাশিত: ১৫:০৮, ৩ ফেব্রুয়ারি ২০২৫

গ্রেপ্তার ডাকাত সরদার

সংগৃহীত

সোনারগাঁয়ে ডাকাত সরদার মোঃ সাদ্দাম হোসেন (৪২) কে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। রবিবার রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকার মোঃ মোজাম্মেল হোসেনের ছেলে।

 

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাত সরদার সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক ও ডাকাতিসহ ২১ টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত ডাকাত সরদারকে আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

আফরোজা

×