হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ ৫জন আটক হয়েছেন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৪ পিস ইয়াবা, ইয়াবা রাখার কালো প্যাকেট, ২০০ গ্রাম গাঁজা, মোবাইল, নগদ টাকাসহ বিভিন্ন সরঞ্জাম। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য দেন আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইমাম হোসাইন।
আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রিয়াজনগর গ্রামের ফজলুল হকের ছেলে শামসুল হক উজ্জ্বল (৩৫), সাহেব আলির ছেলে আরশ আলি (৪০), তাজপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে মারাজ মিয়া (২৫), ফতেহপুর গ্রামের মৃত বসু মিয়ার ছেলে ওলি মিয়া (৩০), ইয়াজ উদ্দিনের ছেলে কামাল মিয়া (৪০)।
এর আগে ফিল্ড ইন্টেলিজেন্স ল্যান্স কর্পোরাল মোঃ সাইদুল ইসলামের তথ্যের ভিত্তিতে ১৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মাধবপুর শাহাজীবাজার বিদ্যুৎ উপকেন্দ্র আর্মি ক্যাম্পের আওতাধীন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তাজপুর এলাকায় চিহ্নিত মাদক ব্যাবসায়ীর বাড়িতে ক্যাপ্টেন ইমাম হোসাইনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ অভিযানে ঘটনাস্থল থেকে মাদকসহ ৫ জনকে আটক করা হয়। আটককৃতদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আফরোজা