মাদারীপুরের শিবচরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পিক-আপ চালক বাচ্চু মিয়া (৩৭) ও হেলপার মানিক (৩৯) নিহত হয়েছেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মুন্সির বাজার নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ‘সকালে পিক-আপটি নড়াইল থেকে ঢাকা যাচ্ছিলো। পথে ঢাকা-ভাঙ্গার এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মুন্সির বাজার নামক স্থানে পিকআপটি থামলে পিছন থেকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় পিক-আপ থেকে চালক ও হেলপার ছিটকে পড়লে গুরুতর জখম হন। পরে উন্নত চিকিৎসার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাইনুল ইসলাম মাহিন বলেন, ‘উভয়ের আঘাত খুব গুরুতর হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে।’
চালক নিহত বাচ্চু মিয়া ঢাকা জেলার কাফরুল থানার পশ্চিম ভাষানটেক এলাকার মৃত হোসেন খানের ছেলে ও হেলপার নিহত মানিক ঐ একই এলাকার মান্নান বেপারীর ছেলে।
শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জহিরুল ইসলাম জানান, ‘ঘটনাস্থল থেকে পিকআপটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
সজিব