ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

চুনারুঘাটে ৮ ঘণ্টার ব্যবধানে চাচা-ভাতিজার মৃত্যু

নিজস্ব সংবাদদাতা হবিগঞ্জ।।

প্রকাশিত: ০২:৪৩, ৩ ফেব্রুয়ারি ২০২৫

চুনারুঘাটে ৮ ঘণ্টার ব্যবধানে চাচা-ভাতিজার মৃত্যু


হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর এলাকায় ৮ ঘণ্টার ব্যবধানে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোববার বিকাল ৩টায় স্থানীয় দক্ষিণা চরণ পাইলট হাইস্কুল মাঠে চাচা ভাতিজার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে শনিবার রাত ৮টায় উপজেলা মিরাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, প্রবীণ সাংবাদিক ও পৌর বিএনপির আহবায়ক আলহাজ হোসাইন আলী রাজন (৬০) সিলেট নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পৌর এলাকার পাকুড়িয়া গ্রামের বাসিন্দা।
তিনি আশির দশকে দৈনিক খবর পত্রিকাসহ খবর গ্রুপের বিভিন্ন ম্যাগাজিনে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। এক পর্যায়ে তিনি সৌদি আরব চলে যান। দীর্ঘদিন পর দেশে এসে ১৯৯৭ সালে মিরাশী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বিএনপির রাজনীতিকে যুক্ত হন। চুনারুঘাট পৌরসভা হওয়ার পর তিনি ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মনোনীত হন। মৃত্যুর আগপর্যন্ত তিনি পৌর বিএনপির আহবায়ক ছিলেন।
রাজন মৃত্যুকালে দুই স্ত্রী, ছেলে ও ৩ মেয়ে রেখে যান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ।
এদিকে তার মৃত্যুর মাত্র ৮ ঘণ্টা পর ভোর ৪ ঘটিকার সময় তার ভাতিজা মৃত আব্দুল বারিকের ছেলে চাবু মিয়া (৬৮) নিজ বাড়িতে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । একই বাড়িতে চাচা ভাতিজার মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


মোঃ মামুন চৌধুরী/সাজিদ

সাজিদ

×