ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

পুলিশের হেফাজত থেকে আ. লীগ নেতাকে ছিনিয়ে নিলো কর্মীরা

প্রকাশিত: ০০:৪৬, ৩ ফেব্রুয়ারি ২০২৫

পুলিশের হেফাজত থেকে আ. লীগ নেতাকে ছিনিয়ে নিলো কর্মীরা

ছবি: সংগৃহীত

পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আওয়ামী লীগ নেতাকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সুজানগর উপজেলার মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের ৫ সদস্য আহত হন।

 

ছিনিয়ে নেওয়া নেতার নাম আব্দুল ওহাব, যিনি সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ জানায়, বিকেলে আব্দুল ওহাব মথুরাপুর মসজিদে নামাজ শেষে বের হলে সুজানগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে পুলিশের গাড়িতে তুলে নেয়। তবে এ সময় স্থানীয় লোকজন গাড়ি ঘিরে ফেলে এবং পুলিশকে তাকে ছেড়ে দিতে বললে, উত্তেজিত জনতা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাকে গাড়ি থেকে জোরপূর্বক ছিনিয়ে নেয়।

 

পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছিল। তবে পরে স্থানীয়রা পুলিশের কাজে বাধা সৃষ্টি করে এবং আব্দুল ওহাবকে ছিনিয়ে নেয়। পুলিশ সুপার আরও জানান, এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ আবারও অভিযানে নেমেছে এবং খুব শিগগিরই তাকে গ্রেফতার করা হবে।

তাবিব

×