পরিবেশবান্ধব নতুন ইস্পাত কারখানা
পরিবেশবান্ধব নতুন ইস্পাত কারখানা চালু করেছে দেশের ইস্পাত শিল্পের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বাংলাদেশ স্টিল রি রোলিং মিলস (বিএসআরএম)। চট্টগ্রামের মীরসরাইয়ে শনিবার উদ্বোধন করা হয় এ কারখানা। নতুন এ কারখানার আওতায় দুটি ইউনিট স্থাপন করা হয়েছে।
বিএসআরএমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কারখানায় বৈদেশিক মুদ্রায় ১০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার বা ১ হাজার ৩০০ কোটি টাকা ঋণ সহায়তা প্রদান করেছে দেশী-বিদেশী বিভিন্ন সংস্থা ও ব্যাংক। এরমধ্যে সর্বোচ্চ ৫ কোটি মার্কিন ডলার বা ৬০০ কোটি টাকা ঋণ সহায়তা প্রদান করে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি বা জাইকা। এছাড়া ডলারে ঋণ সহায়তা দিয়েছে এক্সিম ব্যাংক অব ইন্ডিয়া, স্টান্ডার্ড চাটার্ড ব্যাংক বাংলাদেশ ও ব্র্যাক ব্যাংক।
শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেকসান্দ্রো, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএসআরএম লিমিটেডের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী এবং জাইকা বাংলাদেশ কার্যালয়ের প্রধান ইচিগুচি তোমোহিদে এবং আমন্ত্রিত অতিথিরা। বিএসআরএম জানায়, নতুন এ দুটি ইউনিট চালুর ফলে বছরে ৫ লাখ মেট্রিক টন রেবার, ১ লাখ মেট্রিক টন রড ও আড়াই লাখ মেট্রিক টন এক্সপান্ড বিলিট উৎপাদনে সক্ষমতা বেড়েছে।