পটুয়াখালীতে শহীদ জিয়া স্মৃতি সম্মাননা পেয়েছেন আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আলাল। তিনি পটুয়াখালী পৌর আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর কাউন্সিলর। সামাজিক যোগাযোগমাধ্যমে শহীদ জিয়া স্মৃতি ফাউন্ডেশনের সম্মাননা স্মারক ও সনদপত্র দেওয়ার ছবি ছড়িয়ে পড়লে তার সমালোচনা করেন দু’দলের নেতাকর্মীরাই।
পটুয়াখালী বিএনপির নেতা শহিদুল ইসলাম ফেসবুকে লিখেছেন, ‘পটুয়াখালী পৌর আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর আলাল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের হাত ধরে কীভাবে শহীদ জিয়া স্মৃতি ফাউন্ডেশনের সম্মাননা সম্মাননা স্মারক আওয়ামী লীগের এ নেতার হাতে এলো, পটুয়াখালী জেলা বিএনপি পরিবার কেন্দ্রীয় নেতাদের কাছে তা জানতে চায়।’ আওয়ামী লীগ আমলে আলালের বিভিন্ন দলীয় কর্মকাণ্ডের ছবিও তাঁর ওয়ালে পোস্ট করেন শহিদুল।
এইচ এম জাবির খান তাঁর ফেসবুক পোস্টে লিখেন, ‘শহীদ জিয়া স্মৃতি সম্মাননা-২০২৪ কীভাবে পেল ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলাল। এ কাণ্ডে পটুয়াখালী জেলা বিএনপি নীরব ভূমিকায় কেন? আমি দলের একজন কর্মী হিসেবে এ সম্মাননা প্রত্যাহারের দাবি জানাই।’
আওয়ামী লীগ নেতাকর্মীরাও আলালের এ সম্মাননা নিয়ে পোস্ট দিয়েছেন। জেলা আওয়ামী লীগ নেতা জিএম দুলাল ফেসবুকে লিখেছেন, ‘ধন্যবাদ জেলা বিএনপিকে, ধন্যবাদ দ্রুত রং পাল্টানো গিরগিটিকে হার মানানো আলালকে।’
এ বিষয়ে পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বলেন, ‘আলাল আমার দলের নন। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কে বা কারা তাঁর জন্য সুপারিশ করেছে, তা আমার জানা নেই। তবে যারাই করেছে, কাজটা ভালো করেনি।’
জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুর রশীদ চুন্নু মিয়া বলেন, এটা মেনে নেওয়া যায় না। যারা আলালকে সম্মাননা ক্রেস্ট দেওয়ার সুপারিশ করেছে, তাদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।’
এসআরএস