ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যদের অবরুদ্ধ করার ঘটনাও ঘটে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পুলিশ সদস্যদের উদ্ধার করেন।
রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বঙ্গবন্ধু সমাধির পাশে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে, তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের মতে, স্থানীয় মুদি দোকানি সাফায়েত হোসেনকে আটক করে নিয়ে যাচ্ছিল টুঙ্গিপাড়া থানার পুলিশ। তখন স্থানীয়রা পুলিশের গাড়ির গতিরোধ করে এবং পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে পুলিশ সদস্যদের ঘিরে ফেলে এবং তাদের গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলমসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদেরও বাধার মুখে পড়তে হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল ইসলাম উপস্থিত হয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করেন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তাবিব