ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকার তিতুমীর কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ নিয়ে সাধারণ জনগণের মধ্যে বিরক্তি বাড়ছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে, যা নাগরিকদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন করলেও কেউ কেউ তাদের তীব্র সমালোচনা করছেন। অনেকে এ আন্দোলনকে অতিরিক্ত দাবি আখ্যা দিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করছেন।
সম্প্রতি "ফেস দ্য পিপল" নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত নাগরিক প্রতিক্রিয়ার একটি বার্তায় ক্ষোভ প্রকাশ করে লেখা হয়েছে:
"দয়া করে আমাদের একটু ক্ষমা করা যায় না? আর যন্ত্রণা দিয়েন না প্লিজ। আপনি বিশ্ববিদ্যালয়ে চান্স পাননি, এটি আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু সেই ঘাটতি পূরণ করতে গিয়ে পুরো শহরবাসীকে দুর্ভোগে ফেলা অন্যায়। আপনারা যা করছেন, তাতে চাকরির বাজারেও আপনাদের গ্রহণযোগ্যতা কমে যেতে পারে।"
এই ধরনের প্রতিক্রিয়া ছাড়াও অনেকে শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন এবং ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
অন্যদিকে শিক্ষার্থীদের দাবি, তারা ন্যায়সঙ্গত দাবির ভিত্তিতেই আন্দোলনে নেমেছেন। তবে জনগণের দুর্ভোগ কমিয়ে সুষ্ঠু উপায়ে নিজেদের দাবি তুলে ধরার বিষয়ে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।
তৌহিদ