ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

’মলম বিক্রেতা’ খ্যাত সাংবাদিক ময়ূখ রঞ্জন এবার ইত্যাদি’র এপিসোডে!

প্রকাশিত: ২২:০৩, ২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২২:২০, ২ ফেব্রুয়ারি ২০২৫

’মলম বিক্রেতা’ খ্যাত সাংবাদিক ময়ূখ রঞ্জন এবার ইত্যাদি’র এপিসোডে!

ছবিঃ সংগৃহীত

জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের সাড়া জাগানো অনুষ্ঠান ‘ইত্যাদি’ বরাবরই দর্শকদের আনন্দ দেয়ার পাশাপাশি সমাজের নানা বিষয়কে ব্যঙ্গ-বিদ্রূপের মাধ্যমে ফুটিয়ে তোলে। গতকাল বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘ইত্যাদি’-তে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ।

এক ব্যক্তি কখনো হাঁটছেন, কখনো দৌড়াচ্ছেন, কখনো মিথ্যা গুজব ছড়াচ্ছেন। এমনকি "বাংলাদেশ থাকবে না" -এর মতো উদ্ভট মন্তব্য করছেন। দর্শকরা সহজেই বুঝতে পারেন, এটি মূলত রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রন্জ্ঞন ঘোষ। আর তাকে ব্যঙ্গ করেই তৈরি করা হয়েছে ইত্যাদিতে এপিসোড। ময়ূখ চরিত্রে কালো কোর্ট পড়া এক ব্যক্তির সংলাপ এবং উদ্ভট আচরণ, অঙ্গভঙ্গিতে অনুষ্ঠান চলাকালীনই দর্শকরা হাসিতে ফেটে পড়েন, যা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

হানিফ সংকেতের চমৎকার উপস্থাপনা এবং ব্যঙ্গাত্মক পরিবেশনায় ‘ইত্যাদি’-তে ময়ূখ রঞ্জন ঘোষকে নিয়ে এই উপস্থাপনাকে অনেকেই বলছেন "উপযুক্ত জবাব"। সাম্প্রতিক সময়ে বাংলাদেশবিরোধী মনোভাব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে বিতর্কিত হয়ে ওঠেন এই সাংবাদিক। তাই, ‘ইত্যাদি’র মাধ্যমে তাঁর কর্মকাণ্ডের প্রতি ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গি প্রকাশ করায় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’ আবারও প্রমাণ করল, কেবল বিনোদন নয়, সময়োপযোগী সামাজিক বার্তাও দিতে পারে একটি টেলিভিশন অনুষ্ঠান।

সূত্রঃ https://youtu.be/L3Vh4w89R1s?si=lRD2WGPY5Na0DkvK

আসিফ

×