ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

যানজট নিরসনে জামাত-বিএনপির সমন্বিত অভিযান

নিজস্ব সংবাদদাতা, সৈয়দপুর

প্রকাশিত: ১৮:৪১, ২ ফেব্রুয়ারি ২০২৫

যানজট নিরসনে জামাত-বিএনপির সমন্বিত অভিযান

ছবিঃ সংগৃহীত।

সৈয়দপুরে যানজট নিরসনে অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসনসহ জামাত-বিএনপি’র নেতাকর্মীরা। রবিবার (২ ফেব্রুয়ারী) সাড়ে ১১ টায় শহরের শহীদ ডা: জিকরুল হক, শহীদ সামশুল হক ও শেরেবাংলা সড়কসহ প্রধান সড়কগুলোতে এ অভিযান চালানো হয়। 

এ শহরের ওই সড়কগুলোর ফুটপাত দখল করে ভ্রাম্যমাণ দোকানিদের ভাড়ায় দিত ব্যাবসায়ীরা।  এ সকল দোকানিরা ফুটপাত ছাড়িয়ে তাদের দোকানের পসরা বসায় মূল সড়কে। পাশাপাশি নির্দিষ্ট ষ্টান্ড না থাকায় রিকশা ও ইজিবাইক চালকরা মুল সড়কে অবৈধ স্ট্যান্ড করে অবস্থান নেয়ায় সড়কগুলো সংর্কিণ হয়। বিশেষ করে শহরের ২ নম্বর রেলওয়ে ঘুমটিতে ডাকঘরের সামনে সড়ক দখল করে ফুচকা, জুতা ও ফাস্ট ফুডের দোকান, ১ নম্বর রেলওয়ে ঘুমটি পাঁচমাথা মোড়, বিমানবন্দর সড়ক, তাজির হোটেল থেকে বাস টার্মিনাল সড়ক, তামান্না সিনেমা হল থেকে ২ নম্বর রেলওয়ে ঘুমটি, শের-ই-বাংলা সড়ক, জিআরপি ক্যানটিন থেকে পাঁচমাথা মোড়সহ থানার মোড় পর্যন্ত দুই পাশের ফুটপাত ও সড়ক দখলে নিয়ে অস্থায়ী দোকানের পসরায় চলাচলের সড়কগুলো থাকত বেদখল। ৪০ ফুট চওড়া সড়কগুলো গলি পথে পরিণত হয়েছে।

আবার এই গলিপথ হয়েই দিনরাত ডামট্রাক,কোচ, টুনটুনি,মাইক্রোবাস,পিকআপসহ দশ হাজার অটো বিক্সা,ভ্যান, ইজিবাইক চলাচল করত। সাথে সড়কের ওপর যত্রতত্র অবৈধ পাকিং জোন করায় ব্যাপক দুর্ভোগ পোহাতে হত পথচারীসহ যানবাহন চালকদের। ৫ মিনিটের দৈর্ঘ্যরে এ সড়কগুলো পারাপারে প্রায় ৩০ মিনিট থেকে ৪৫ মিনিট সময় ব্যায় হয়। এ দুর্ভোগ লাঘবে বর্তমান পৌর প্রশাসকসহ স্থানীয় রাজনৈতীক নেতৃবৃন্দ ও ব্যাবসায়ীদের সমন্বয়ে আলোচনার মাধ্যমে অভিযানের উদ্যগ নেয়া হয়। এরই ধারাবাহিকতায় রবিবার অর্ধবেলা সবকটি সড়কে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে স্বস্তি নেমে আসে শহরবাসির মধ্যে।

সিরাজুল ইসলাম নামে এক পথচারী বলেন, বর্তমান পরিস্থিতিতে কাউকে কিছু বলা যেত না। ইচ্ছে আইনে চলছে সড়ক ও ফুটপাত দখলের মহৎসব। অভিযান ছিল দীর্ঘ দিনের এক জনদাবী। এটি হওয়ায় ভাল হয়েছে। রশিদুল ইসলাম নামে এক ব্যাবসায়ি বলেন, আমরা নিয়মের মধ্যে থাকতে চাই। শুধু ফুটপাত দখলমুক্ত করলে হবে না। সাথে অবৈধ যানবাহন চলাচল রোধ, পরিকল্পিত ভাবে নির্দিষ্ট পার্কি জোন গড়তে হবে। নিয়ম মানতে হবে। এ নিয়ে সৈয়দপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো; নুর-ই-আলম সিদ্দিকী বলেন, যানজট রোধে সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বড় গাড়ি গুলো শহরে প্রবেশ করতে পারবে না। এ ছাড়া শহরে প্রবেশের পথগুলো  ভিন্ন সড়ক হয়ে করা হয়েছে। এ নিয়ম মানলে যানজটসহ নিয়ন্ত্রন করা যাবে।

এ সময় সৈয়দপুর থানার ভারপ্রাপÍ কর্মকর্তা ফইম উদ্দিন, নীলফামারী জেলা বিএনপি’র সাধারন সম্পাদক শাহীন আক্তার, জামাত ইসলামীর নীলফামারী জেলা শুরা সদস্য ও উপজেলা আমির হাফেজ আব্দুল মুনতাকিম, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক শওকত হায়াত শাহসহ পৌরসভা ও উপজেলার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Faruk

×