ছবিঃ সংগৃহীত।
বান্দরবানের লামার উপজেলার সরই ইউনিয়নে আবারও সাত শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে। শনিবার (১ ফেব্রুয়ারি)দিনগত রাতে সরই ইউনিয়নের লুলাইংয়ে আমবাগান থেকে সন্ত্রাসীরা তাদের অপহরণ করে বলে জানা গেছে। এলাকাটি মোবাইল নেটওয়ার্কবিহীন ও দুর্গম হওয়ায় অপহৃত শ্রমিকদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, লামা সরই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড লেমুপালং এলাকার আমবাগানে কাঠ কাটতে যান সাত শ্রমিক। এসময় একদল সশস্ত্র সন্ত্রাসী আদের অপহরণ করে নিয়ে যায়। অপহৃতদের পরিবারের সদস্যদের ফোন করে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। খবর পেয়ে শ্রমিকদের উদ্ধারে অভিযান শুরু করেছে যৌথবাহিনী।
সরই ইউনিয়নের চেয়ারম্যান মো. ইদ্রিস কোম্পানি জানান, আমবাগান এলাকা থেকে সন্ত্রাসীরা সাত শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে। ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।
লামা উপজেলার ক্যজু পাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. আতিকুর রহমান সাত শ্রিমককে অপহরণের বিষটি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি গভীর রাতে একই এলাকা থেকে সাতজন শ্রমিককে অপহরণ করে জনপ্রতি এক লাখ নব্বই হাজার টাকা মুক্তিপণ দাবি করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথবাহিনী অভিযান চালিয়ে ১৯ ঘণ্টা পর শ্রমিকদের উদ্ধার করা হয়।
Faruk