ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

নদীতে নিখোঁজের ১৮ঘন্টা পর  দুই স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৭:৩০, ২ ফেব্রুয়ারি ২০২৫

নদীতে নিখোঁজের ১৮ঘন্টা পর  দুই স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

নদীতে ডুবে নিখোঁজের ১৮ ঘন্টা পর রবিবার দুপুরে সিরাজগঞ্জে কালেক্টরেট  স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির দুই স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে শনিবার রাতে আরো এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়। সিরাজগঞ্জের কামারখন্দে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে শনিবার দুপুরে গোসলে নেমে  এই তিন বন্ধু  ফুলজোড় নদীতে নিখোঁজ হয়।  


উদ্ধার হওয়া স্কুল শিক্ষার্থীরা হলো, সিরাজগঞ্জ শহরের মাসুমপুর মহল্লার ইমরুল হাসান সোহেলের ছেলে সারজিল (১৬) ও বাহিরগোলা ঘোষপাড়া মহল্লার বিশ্বজিৎ নিয়োগীর ছেলে কৃষ্ণ নিয়োগী (১৫)। শনিবার উদ্ধার হয় রাফিন ইসলাম। তারা সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঝাঁটিবেলাই গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক রঞ্জুর নাতি  সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র জারিফের বাড়িতে অপর পাঁচ বন্ধু বেড়াতে আসে। পরে তারা ছয়জন বিকেলের স্থানীয় ফুলজোড় নদীতে গোসল করতে নামলে একপর্যায়ে তিনজন নদীতে ডুবে যায় এবং অপর তিনজন সাঁতরে উঠে আসে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাফিন ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। 

বাবু /জাফরান

×