ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

মোবাইল ফোন কেড়ে নেয়ায় মায়ের ওপর অভিমান, কলেজছাত্রীর আত্মহনন

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল।

প্রকাশিত: ১৬:৪০, ২ ফেব্রুয়ারি ২০২৫

মোবাইল ফোন কেড়ে নেয়ায় মায়ের ওপর অভিমান, কলেজছাত্রীর আত্মহনন

ছবিঃ সংগৃহীত

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে তাসমিয়া আক্তার (১৭) নামের এক কলেজ শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানায় তার পরিবার। 

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত এগারোটার দিকে নিয়ামতি ইউনিয়নের মধ্য মহেশপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। ওই রাতে মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাসলিমা আক্তার কে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে বারোটার  দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থী তাসমিয়া আক্তার বাকেরগঞ্জ উপজেলা নিয়ামতি ইউনিয়নে মহেষপুর গ্রামের শাহাবুদ্দিন খান শুক্কুরের মেয়ে ও সৈয়দ আফসার আলী ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তাসফিয়া   উপজেলার নিয়ামতি ইউনিয়নে মহেষপুর বাজার সংলগ্ন ভাড়া বাসায় বাবা মায়ের সঙ্গে থাকতেন।  ঘটনার রাতে তাসমিয়াকে তার মা সাহিদা বেগম মারধর করে ও তার ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে ফেলে। এর কিছুক্ষণ পর তাসমিয়া তার বাসা থেকে বের হয়ে যেতে চায়। এরপর তাসমিয়ার মা ঘরের দরজা বাহির থেকে আটকে রাখেন তখন তাসমিয়া  বসত ঘরের ব্যলকুনির দরজা ভিতর থেকে আটকে দিয়ে ভেন্টিলেটর এর গ্রিল এর সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। স্বজনরা দেখতে পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাসমিয়াকে মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানা অফিসার  ইনচার্জ  মো. শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়ামতি ইউনিয়নে এক কলেজ শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। রবিবার ২ ফেব্রুয়ারি মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করা হবে। 
 

জাফরান

×