ছবি: সংগৃহীত
পেহেলওয়ান মিষ্টি রেওরি নামে একটি স্টল তৈরি করে কিছু পাকিস্তানি ব্যক্তি মুসল্লিদের ফ্রি মিষ্টি খাওয়াচ্ছেন। ঘি আর তিল দিয়ে বানানো এই মিষ্টি খেতে রীতিমতো ভিড় পড়ে গেছিল তার দোকানের সামনে।
কিন্তু মুসল্লিদের যারা আরেকটি মিষ্টির চাচ্ছেন তাদেরকে বলা হচ্ছে কিনে খেতে। আর দাম যা চাওয়া হচ্ছে তাতে চোখ কপালে ছাড়া আর উপায় নেই।
একজন মুসল্লী বলেন, এখানে দেশি ঘি, গুড় আর কিছু তিল দিয়ে বানানো হয়েছে, আর কিছু নেই।
আবার অনেকে বলছেন এটি খেতেই দেশি তিলের খাজার মত। যার দাম হওয়ার কথা ৮০ থেকে ১০০ টাকা। অথচ এই মিষ্টি বিক্রি করা হচ্ছে কেজিতে ১৫০০ টাকা দরে।
সেখানে একজন ব্যবসায়ী বলেন পাকিস্তানি এই খাবারটি অনেক বিখ্যাত। অথচ মুসল্লিরা অভিযোগ করছেন ন্যায্য দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে।
শিলা ইসলাম