ছবিঃ সংগৃহীত
যৌথবাহিনীর হাতে আটক অবস্থায় মারা যাওয়া যুবদল নেতা তৌহিদুল ইসলামের পরিবারের দায়িত্ব নিতে চান লেখক ও ব্লগার পিনাকী ভট্টাচার্য।
তার নিজস্ব ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এ কথা বলেন, এরপর তার ভেরিফায়েড ফেসবুক আ্যকাউন্টে তিনি সেটি শেয়ার করেন।
পিনাকী বলেন, এই পরিবারটি এখন অথৈ পাথরে পরেছে, এই পরিবারের খোঁজ দিয়েন আমাকে। আমি এই পরিবারের সব দায়িত্ব নিবো। আমার নিজের টাকা নেই, বড়লোক কেউ না আমি। কিন্ত সবার কাছে ভিক্ষা চাইবো, তাতে আমার কোনো গ্লানি নেই। একটি লোক সারাজীবন বিএনপির রাজনীতি করে গেলো, তার পরিবারকে বাঁচাতে পিনাকী ভিক্ষা করবে। যদিও আমি জানি শেষ জীবনে আমাকে শুনতে হবে ভিক্ষার টাকা আত্মসাৎ করেছি আমি। কারণ এটাই বাংলাদেশ।
রিফাত