ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ভ্যানচালককে নির্যাতনের অভিযোগ

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৭:৫৪, ২ ফেব্রুয়ারি ২০২৫

ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ভ্যানচালককে নির্যাতনের অভিযোগ

ভ্যানচালক মো. আবজাল খান

রাজবাড়ীতে আদালত ভবনে ডেকে নিয়ে মো. আবজাল খান (৩০) নামে এক ভ্যানচালক‌কে পেটা‌নোর অভি‌যোগ উঠে‌ছে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেনের বিরুদ্ধে। 

শনিবার (১ ফেব্রুয়ারী) বিকেলে জেলা রাজবাড়ী আদাল‌তের এক‌টি ক‌ক্ষে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।  ভ্যানচালক মো. আফজাল খানের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ি গ্রামে। বর্তমা‌নে তি‌নি রাজবাড়ী সদর হাসপাতালে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছে ব‌লে জানা‌ গে‌ছে।

ভ্যানচালক আবজাল খান বলেন, মো. সুমন সাহেবের শ্বশুর বাড়ী আমাদের এলাকায়। শ্বশুর বাড়ী যাবার প‌থে কয়েকটি কুকুর তাকে সম্ভবত ধাওয়া দিয়েছে। বাড়াইজু‌রি বাজা‌রের ক‌য়েক‌টি কুকুরকে আমিসহ অনেকেই খাবার দিতাম। তাই কুকুরগুলো আমার পালিত মনে করে আমাকে নির্যাতন করেছে।

তিনি আরও বলেন, গত বৃহস্প‌তিবার বিকেলে রাজবাড়ী সদর থানার এসআই আসাদসহ দুইজন বাড়িতে এসে আমা‌কে না পে‌য়ে ফোন করে দেখা কর‌তে ব‌লে। একপর্যায়ে ম্যাজিস্ট্রেট সুমন সাহেব আমার সাথে দেখা করতে চায় বলে জানানো হয়। পরে শ‌নিবার মে‌জো ভাইকে সা‌থে নি‌য়ে সুমন সাহেবের কা‌ছে গে‌লে হাত বেঁ‌ধে আমাকে পেটানো হয়। পেটা‌নোর সময় ব‌লে তুই কুকুর পা‌লিশ কেন? তোর কুকুর মানুষকে ক্ষ‌তি করে। এরপর ৬টার দিকে ওইখান থে‌কে বের হ‌য়ে চি‌কিৎসা নি‌তে হাসপাতা‌লে যাই।

অভিযোগ অস্বীকার করে রাজবাড়ী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন হোসেন ব‌লেন, কুকুরটি বেওয়ারিশ নয়। একজন মা‌লি‌কে‌র লালন করা কুকুর। এই কুকুর আমা‌কেসহ অনেককে ধাওয়া ক‌রে‌ছে। পরে কুকুরটির ভ্যাক‌সিন দেয়া রয়েছে কি না জান‌তে তা‌কে ডাকা হয়ে‌ছি‌ল। নির্যাত‌নের অ‌ভি‌যোগ সম্পূর্ণ মিথ্যা।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ মাহমুদুর রহমান জানান, শনিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত কোনো লি‌খিত অ‌ভি‌যোগ পাইনি। ওই ভ্যানচালক থানায় এসেছিল। পরে তিনি অসুস্থ বিধায় তা‌কে চি‌কিৎসার জন্য হাসপাতা‌লে পাঠানো হয়েছে।
 

শহীদ

×