ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

পাটুরিয়া ও আরিচা রুটে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব সংবাদদাতা, শিবালয়, মানিকগঞ্জ

প্রকাশিত: ০২:২৭, ২ ফেব্রুয়ারি ২০২৫

পাটুরিয়া ও আরিচা রুটে ফেরি চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত।

ঘন কুয়াশার কারণে শনিবার রাত ১০টার পর থেকে ব্যস্ততম পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনায় বহরের ছোট-বড় ১৭টি ফেরি ঘাট এলাকার পন্টুনে অবস্থান করছে। ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় প্রান্তে যাত্রী ও বিভিন্ন ধরনের যানবাহন আটকে পড়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এ সংখ্যা ক্রমশ বাড়ছে।

বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক অফিসের ডিজিএম নাসির আহম্মেদ জনকণ্ঠকে জানান, শনিবার রাত সাড়ে ১০টায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং রাত সাড়ে ১১টায় আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। তিনি বলেন, "নৌদুর্ঘটনা এড়াতে কুয়াশার ঘনত্ব কমা পর্যন্ত ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি পুনরায় চালু করা হবে।"

এদিকে, ঘাট এলাকায় ফেরি পারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহন শ্রমিকরা প্রচণ্ড শীতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

সায়মা ইসলাম

×