ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

চট্টগ্রামে বইমেলা উদ্বোধন

চট্টগ্রামে পর্দা উঠল ২৬ দিনব্যাপী বইমেলার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ০০:৪৫, ২ ফেব্রুয়ারি ২০২৫

চট্টগ্রামে পর্দা উঠল ২৬ দিনব্যাপী বইমেলার

চট্টগ্রামে শনিবার বইমেলার উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান

গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যেকোনো দুর্বলতার সুযোগে ফ্যাসিবাদ ফিরে আসার চেষ্টা করতে পারে। মনে রাখতে হবে, আগ্রাসন ও বিভিন্ন ধরনের আক্রমণের থেকে আমরা মুক্ত নই। ছাত্র-জনতা ও গণমানুষের ঐক্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।

এবারের ২১ ফেব্রুয়ারি যেন সেটা মনে রেখে করা হয়। সাড়ে ১৫ বছরে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটিয়ে জুলাইয়ের ৩৬ দিনে যে ছাত্রজনতা রক্ত দিয়ে বাংলাদেশ বদলে দিয়েছে এ বদলে যাওয়া নেরেটিভের ওপর আজকে এই বইমেলা।
শনিবার বিকালে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিল্প উপদেষ্টা বলেন, সাড়ে ১৫ বছরে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটিয়ে জুলাইয়ের ৩৬ দিনে যে ছাত্রজনতা রক্ত দিয়ে বাংলাদেশ বদলে দিয়েছে, এ বদলে যাওয়া নেরেটিভের ওপর আজকের এই বইমেলা। বাংলাদেশে বইমেলা ৫২ সাল থেকে হচ্ছে। একুশ উদযাপন করা হচ্ছে এবং খুবই ছোট আঙ্গিকে প্রচারণার জন্য স্মারক, স্মরণিকা বের করে নিজেদের পাড়ায় পাড়ায় কিছু অনুষ্ঠানও ছিল।

ব্যাপকভাবে বাংলা একাডেমি অনেক পড়ে করেছে। চট্টগ্রামেও অনেকদিন আগে থেকে শুরু হলেও ছোট ছোট অঙ্গনে ছিল। আজকে যে বাস্তবতা এ সমস্ত বিপ্লবকে ছাপিয়ে বাংলাদেশকে বদলের দেওয়ার পর দাঁড়িয়ে, মানুষের অধিকার আদায়ের যে সংগ্রাম, অন্যায় অবিচারের বিরুদ্ধে যে সংগ্রাম, একটা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে যে সফল সংগ্রাম এটার ওপরে দাঁড়িয়ে আজকের বইমেলা। 
উপস্থিত সকলকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা আশা করি আপনারা আপনাদের কথাগুলো লিখবেন। যেটা আমরা আশা করি, সংগ্রামে অংশ নেওয়া সমস্ত ছাত্র-ছাত্রী তাদের কথাগুলো লিখবে। শহীদের কথা লিখা হবে। আমাদের প্রতিনিয়ত যেন মনে থাকে রক্তের ওপর দাঁড়িয়ে আজকের বাংলাদেশে আছি।

আমাদের যেন প্রতিনিয়ত মনে থাকে, যে ঐক্য রচিত হয়েছিল ৫ আগস্ট সেই ঐক্য কোনো অবস্থাতেই কোনো শক্তি ভেঙে দেওয়ার চেষ্টা না করতে পারে। যেকোনো দুর্বলতার সুযোগে ফ্যাসিবাদ ফিরে আসার চেষ্টা  করতে পারে। মনে রাখতে হবে, আগ্রাসন ও বিভিন্ন ধরনের আক্রমণের থেকে আমরা মুক্ত নই। জনতার ঐক্য, ছাত্র সমাজের ঐক্য, গণমানুষের ঐক্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।

বাংলাদেশ যেটা আশা করে সেটা হচ্ছে মাথা উঁচু করে দাঁড়ানো। এবার ২১ ফেব্রুয়ারি যেন সেটা মনে রেখে করা হয়। চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আমাদের জ্ঞানভা-ার সমৃদ্ধ থাকার কারণে রাজপথে আন্দোলন করতে পেরেছি। প্রতিটি আন্দোলনেই ছাত্রদের ভূমিকা আছে। ৫২, ৭১, ৯০ এ যেমন ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল একইভাবে ২০২৪ সালের আন্দোলনেও। ছাত্রদের আন্দোলনে শ্রমিক জনতা যোগ দিয়েছে।

উল্লেখ্য শনিবার শুরু হওয়া চট্টগ্রামের অমর একুশে বইমেলার পর্দা নামবে ২৬ ফেব্রুয়ারি। ২৬ দিনব্যাপী এ বইমেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা এবং ছুটির দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। চট্টগ্রামের পাশাপাশি ঢাকার অভিজাত প্রকাশনী সংস্থাগুলো মেলায় অংশ নিচ্ছে এবং তাদের স্টলও বরাদ্দ দেওয়া হয়েছে। এক লাখ বর্গফুটের মাঠজুড়ে ১৪০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এবারের মেলা প্রাঙ্গনে আছে শহীদ জিয়া স্মৃতি পাঠাগার। এছাড়াও নিরাপত্তার স্বার্থে পুরো মেলা প্রাঙ্গণে সিসিক্যামেরার আওতাভুক্ত থাকবে।

×