ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জ সদরের মেঘনা নদীতে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় ২ ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ এ সময় ৪টি ককটেল, ১ রাউন্ড গুলি, ১টি চাইনিজ কুড়াল এবং একটি স্পিডবোট জব্দ করেছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কালীরচর গ্রামে মেঘনা নদীতে পুলিশের সঙ্গে কানা জহির বাহিনীর মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে।
সদর থানার ওসি সাইফুল আলম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালানোর সময় কানা জহির ও তার বাহিনী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পাল্টা গুলি চালিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশের গুলিতে কানা জহির ও তার সহযোগী মাসুদ গুলিবিদ্ধ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তারা পরে পার্শ্ববর্তী টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল গ্রামের খালে ঢুকে পড়েন। এক পর্যায়ে স্পিডবোট ফেলে রেখে ডাকাতরা পালিয়ে যায়।
এম.কে.