ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

ভোলায় মেঘনা নদীতে জলদস্যুর গুলিতে যুবক নিহত, আহত তিন জেলে

নিজস্ব সংবাদদাতা,ভোলা।

প্রকাশিত: ২৩:৩২, ১ ফেব্রুয়ারি ২০২৫

ভোলায় মেঘনা নদীতে জলদস্যুর গুলিতে যুবক নিহত, আহত তিন জেলে

ছবি: সংগৃহীত।

ভোলার মেঘনা নদীতে মাছধরা জেলেদের উপর জলদস্যুরা হামলা চালিয়েছে। এ সময় গুলিতে হাসান (২৭) নামে এক জেলে নিহত হয়েছে। এছাড়াও আরো ৩ জেলে আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর ২ জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে ও একজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যার ৭টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ভাংতির খাল এলাকায়। 

স্থানীয় সূত্র জানান, ভোলার ইলিশা ইউনিয়নের ভাংতির খাল আব্বস মাঝির মাছধরা নৌকার উপর একটি ট্রলার থেকে অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলেই জেলে হাসানের মৃত্যু হয়েছে।  এছাড়াও আহত গুলিবিদ্ধ অপর তিনজন আহত হয়েছে। খবর পেয়ে স্থানীয় জেলেদেও সহায়তায় হামলা কবলিত ট্রলারটি দ্রæত তীরে নিয়ে আসা হয়। পরে স্থানীয়রা আহত আব্বাস মাঝি, (৩৫) কাঞ্চন মাঝি (৪০) সোহেল (২২) কে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করে। এদের মধ্যে গুলিবিদ্ধ আব্বাস মাঝি, (৩৫) কাঞ্চন মাঝি (৪০ কে রাতে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। আহত ও নিহত জেলেরা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের বাসিন্দা। নিহতর পিতার নাম  সোহরাওয়ার্দী। 

এদিকে খবর পেয়ে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাসনাইন পারভেজ আহতদের দেখতে ভোলা সদর হাসপাতালে যান। ভোলা অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার এক জেলে নিহত হওয়ার বিষয় সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন। 

নুসরাত

×