ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

ঘন কুয়াশায় একে একে ৭ গাড়ির সংঘর্ষ, কী ঘটেছিল? (ভিডিওসহ)

প্রকাশিত: ২৩:০৮, ১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২৩:১০, ১ ফেব্রুয়ারি ২০২৫

ঘন কুয়াশায় একে একে ৭ গাড়ির সংঘর্ষ, কী ঘটেছিল? (ভিডিওসহ)

ছবি: সংগৃহীত

ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুরের গড়ের মাথা মোড় এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঘন কুয়াশার কারণে একে একে সাতটি যানবাহন সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনাকবলিত যানবাহনের মধ্যে চারটি যাত্রীবাহী বাস, একটি ট্রাক, একটি পিকআপ এবং একটি কাভার্ডভ্যান রয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ঘন কুয়াশার কারণে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলে পিছনের গাড়িগুলো দ্রুত ব্রেক কষতে না পেরে একে একে সংঘর্ষে জড়ায়।

এরই মধ্যে ঘটনাস্থলের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়, পথচারীরা বারবার চালকদের সতর্ক করার চেষ্টা করছেন, কিন্তু তীব্র গতিতে আসা গাড়িগুলো থামাতে ব্যর্থ হয়। ভিডিওতে একজন ব্যক্তিকে চিৎকার করে বারবার ব্রেক করতে বলতেও শোনা গেছে—"ওরে বাবারে, ব্রেক ব্রেক ব্রেক! আল্লাহ বাঁচাও!"

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা অনেক চেষ্টা করেও দুর্ঘটনার ধাক্কা এড়াতে পারেননি। দুর্ঘটনার পরপরই পুলিশকে ফোন দেওয়া হলেও ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। এর মধ্যেই কয়েকটি গাড়ি একসঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায় এবং বেশ কয়েকজন আহত হন।

দুর্ঘটনার পর যানবাহন চলাচল ব্যাহত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

সড়কে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়াই এই দুর্ঘটনার মূল কারণ বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা চালকদের প্রতি কুয়াশার সময় অতিরিক্ত সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন, যাতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

এই ঘটনার ভিডিও দেখুন: https://youtu.be/1H7QIm_TdAs?si=cQ_fHSg7P8O7fcZ_

এম.কে.

×