বাংলাদেশ কৃষি ব্যাংক বিভাগীয় কার্যালয় কুমিল্লা শাখা আয়োজিত ২০২৪-২০২৫ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে শাখা ব্যবস্থাপকদের করণীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কুমিল্লার ব্র্যাক লার্নিং সেন্টারের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী।
প্রধান অতিথি বলেন, ২০২৪ -২০২৫ অর্থবছরের সকল ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ঋণ আদায়, ঋণ বিতরণ, আমানত সংগ্রহ ও বৈদেশিক রেমিটেন্স প্রদানের ওপর গুরুত্ব আরোপ করে বিভাগাধীন প্রতিটি লোকসানী শাখাকে লাভজনক শাখায় উন্নীতকরণের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
তিনি বলেন, পিছিয়ে পড়া সকল সূচকে নির্ধারিত সময়ে লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনের মাধ্যমে ব্যাংককে এগিয়ে নিতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক-১ মোঃ আঃ রহিম। তিনি, নো-কস্ট এবং লো-কস্ট আমানত সংগ্রহ করার মধ্য দিয়ে আমানতের একটি সুদৃঢ় ভিত্তি তৈরি করে সুদ ব্যয় হ্রাসকরণের মাধ্যমে ব্যাংকটিকে টেকসই এবং লাভজনক পর্যায়ে উন্নীতকরণের ওপর গুরুত্বারোপ করেন। সততা ও পেশাদারিত্বের সাথে প্রতিষ্ঠানের বিধি-বিধান ও সার্কুলার মেনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার বিষয়ে পরামর্শ প্রদান করেন তিনি।
ব্যাংকের পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক আবু সাঈদ মোঃ রওশানুল হক বলেন, উন্নত গ্রাহক সেবা, কর্মপরিবেশ উন্নতকরণ ও কর্মদক্ষতার উন্নয়নের মাধ্যমে ব্যাংকটিকে গণমানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।
সভায় আরো উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের ঋণ আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন রাজীব। তিনি বলেন, খেলাপি ঋণ আদায়ের জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ এবং তা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারপ করেন।
সভায় প্রধান কার্যালয়ের ঋণ আদায় বিভাগের উপমহাব্যবস্থাপক মুহাম্মদ রাশিদুল ইসলাম বলেন, ৫২-স্থগিত সুদ আদায় পূর্বক আয় খাতে স্থানান্তর, সার্টিফিকেট এবং অর্থ ঋণ আদালতে মামলাকৃত ঋণগুলো আদায় এর ওপর গুরুত্ব আরোপ।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা বিভাগীয় প্রধান আশরাফুজ্জামান খান। তিনি শ্রেণীকৃত ঋণ আদায়,আমানত বৃদ্ধি, সিএমএসএমই ঋণ প্রদানের পাশাপাশি সম্প্রতি বন্যার ধকল কাটিয়ে উঠতে কৃষকদের মাঝে ব্যাপকভাবে কৃষি ঋণ বিতরণের বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা করেন। এ সময় কুমিল্লা বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপকবৃন্দ,বিভাগের বিভিন্ন মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপকবৃন্দ, কুমিল্লা দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক,বিভাগের আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তাবৃন্দ,শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দসহ বিভিন্ন কার্যালয়ের বিভিন্ন স্তরের নির্বাহী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নুসরাত