ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

মাদারীপুরে রাস্তা নির্মাণ নিয়ে সংঘর্ষ আহত ৩০

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর

প্রকাশিত: ২০:৩৮, ১ ফেব্রুয়ারি ২০২৫

মাদারীপুরে রাস্তা নির্মাণ নিয়ে সংঘর্ষ আহত ৩০

ছবি : সংগ্রহীত

মাদারীপুরের রাজৈরে বাড়িতে যাওয়ার রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। মারাত্মক আহত ১১ জনকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । শনিবার সকাল ৮টা থেকে দুই ঘণ্টাব্যাপী উপজেলার পাইকপাড়া ইউনিয়নের নরারকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে আহত কুদ্দুস মোল্লা (৭০), হৃদয় মোল্লা (২৫), তৈয়ব আলী (৫০) আবুল হোসেন (৪০), আপন (৩৮), মুন্না শেখ (১৮), আরাফাত শেখ (১০), ফারুক মোল্লা (৪২), জাকির মোল্লা (৫৫), মাসুম শেখ (৪৫) কালা মিয়া শেখকে (৩৫) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। রাজৈর থানার ওসি মো. মাসুদ খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদেিক, মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৫ জন।  শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় বসতঘরও। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে সেনাবাহিনী ও পুলিশ। পুলিশ ও স্থানীয়র জানায়, আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে পূর্ব রাস্তি গ্রামের হাকিম বেপারির সঙ্গে একই এলাকার মিঠু হাওলাদারের বিরোধ চলে আসছে। এরই জেরে রাতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। ভাঙচুর করা হয় ঘরবাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৫ জন।

×