শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি
নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টায় ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের নবীগঞ্জ গুদারাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ গুদারাঘাটের পশ্চিম পাশ থেকে দুটি পরিবারের ৯ জন যাত্রীবাহী একটি নৌকায় করে বন্দর পূর্ব পাড়ে যাচ্ছিলেন। নদীর দক্ষিণ দিকে যাওয়ার সময় একটি বালুবাহী বাল্কহেডের সামনে পড়ে নৌকাটি। বাল্কহেডটি নৌকাটিকে টেনে হিঁচড়ে বেশ দূরে নিয়ে যায়, ফলে সেটি ডুবে যায়।
স্থানীয়রা দুর্ঘটনার জন্য দায়ী বাল্কহেডটিকে আটকানোর চেষ্টা করে এবং ইঞ্জিনচালিত নৌকা দিয়ে বরফকল ঘাট পর্যন্ত তাড়া করে। তবে একপর্যায়ে সেটি পালিয়ে যেতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, উদ্ধার করা ৯ জনের মধ্যে তিনজনকে নারায়ণগঞ্জ সদর ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আমিনুল হক সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নৌকাডুবির সঙ্গে সঙ্গে অন্যান্য নৌকা ও স্থানীয়দের সহায়তায় যাত্রীরা তীরে উঠতে সক্ষম হন। এ ঘটনায় কেউ নিখোঁজ নেই।
নৌকাডুবির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যাচ্ছে এবং কয়েকজন নারীসহ যাত্রীদের পানিতে ভেসে থাকতে দেখা যায়। পরে অন্যান্য নৌকা এসে তাদের উদ্ধার করে।
এ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতা না থাকলে বড় ধরনের ক্ষতি হতে পারত। তবে বাল্কহেডের পালিয়ে যাওয়া ও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সায়মা ইসলাম