ছবি: সংগৃহীত
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, সন্তানরা কোথায় যায়, কি করে সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে। অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরো বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদেরও ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে হলে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ প্রয়োজন। শনিবার রাজশাহী নগরীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ কমিশনার বলেন, আমরা সবসময় চেষ্টা করি একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে। যেখানে আমাদের সন্তানেরা নিরাপদে বড় হতে পারে। মাদক, সাইবার অপরাধ ও অন্যান্য সামাজিক সমস্যা থেকে তাদের দূরে রাখতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের মানবিক করে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের আহ্বান জানান।
শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা, আকর্ষণীয় শ্রেণী কার্যক্রম, মাল্টিমিডিয়া ফেসিলিটিজ, শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা, উন্নত নৈতিক চরিত্র ও সার্বিক শৃঙ্খলা রক্ষার গুরুত্ব সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন কমিশনার।
পরে পুলিশ কমিশনার প্রাথমিক শাখার প্রথম শ্রেণির জন্য আকর্ষণীয় ও শিক্ষার্থী-বান্ধব শ্রেণিকক্ষের উদ্বোধন করেন। এসময় তিনি পুলিশ অবসর কল্যাণ বৃত্তি লাভকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণও করেন। এর আগে পুলিশ কমিশনার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পরিবহন সুবিধা বাড়াতে স্কুল বাসের উদ্বোধন করেন।
শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সফিকুল ইসলামের সভাপতিত্বে
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) নাসির উদ্দিন যুবায়ের প্রমুখ।
আসিফ