ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত হতে গ্রেফতার হলেন সাদ্দাম

প্রকাশিত: ১৭:৫১, ১ ফেব্রুয়ারি ২০২৫

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত হতে গ্রেফতার হলেন সাদ্দাম

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে ফরহাদ হোসেন সাদ্দাম (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার কাছ থেকে একটি ভারতীয় গরু জব্দ করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক শামছুল হক।

তিনি জানান, শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তের আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ১০৫৪-এর ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খেতারচর এলাকা থেকে বিজিবির দাঁতভাঙ্গা বিওপি টহল দল সাদ্দামকে আটক করে।

আটক সাদ্দাম কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর গ্রামের আফতার হোসেনের ছেলে।

বিজিবি কর্মকর্তা শামছুল হক আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে রৌমারী থানায় মামলা দায়ের করেছে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়। জব্দ করা ভারতীয় গরুর আনুমানিক মূল্য ১ লাখ টাকা।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লৎফর রহমান জানান, বিজিবি ভারতীয় গরুসহ আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।

সূত্রঃ https://www.kalbela.com/country-news/160413

আসিফ

×